এস এম হৃদয়, মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধি :
২৮ জুলাই, বুধবার, ২০২১ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের নেতৃত্বে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জাইগীরহাট ও বৈরীগঞ্জ এলাকায় বাজার অভিযান পরিচালিত হয়। একসময় নোংরা পরিবেশে ঔষধ সংরক্ষণ এবং ডাক্তার পদবী ব্যবহার করে ক্রেতার সাথে প্রতারণার দায়ে দু’টি প্রতিষ্ঠানকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে অন্যান্য প্রতিষ্ঠানে নজরদারি করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ আহসান উল হক তুহিন এবং মিঠাপুকুর উপজেলা ক্যাব এর সেক্রেটারি।
অভিযান চলাকালে নিরাপত্তার দায়িত্বে ছিলেন মিঠাপুকুর থানার পুলিশ প্রশাসন। অভিযান শেষে জনাব আফসানা পারভীন বলেন চলমান পরিস্থিতিতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।