লিটন ঘোষ জয় .মাগুরা প্রতিনিধি;
মাগুরায় সিদ্দিকীয়া কামিল মাদরাসার ৮০ বছর পূর্তি উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। সোমবার ১১ জুলাই ২০২২ সকালে পুনর্মিলনী উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণ থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা শহরে বর্ন্যাঢ্য র্যালী বের করে। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদরাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ ওবাইয়দুল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি ড. মো.সাজ্জাদ হোসেন, সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি এবিএম মাহাফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জহুরে আলম প্রমুখ। মাদরাসাটিতে প্রথম বারের মতো প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনীর এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপস্থিত প্রধান অতিথি সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। পুনর্মিলনী অনুষ্ঠানে সহস্রাধিক প্রাক্তণ শিক্ষার্থী অংশ নেন। আলোচনা সভা শেষে মাদরাসা প্রাঙ্গণে ‘কলতান’ শিল্পী গোষ্ঠির সদস্যরা মনোজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।
муравьиный дом магазин муравьиный дом магазин .
https://t.me/s/TopTg777_IRWIN