নিজস্ব প্রতিনিধি:
০২এপ্রিল,২০২২,শনিবার বিকাল ৫:০০টায় ‘শিল্পধারা’ শিশু-কিশোর সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে জনাব,
মাহমুদননবী বাবুল,(উপদেষ্টা, শিল্পধারা) এর সভাপতিত্বে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অংকন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ‘শিল্পধারা’ আলমনগর, পীরপুর শাখা,রংপুরে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পধারা’র উপদেষ্টা জনাব,মোকছেদুল ইসলাম রাজা, সহযোগী অধ্যাপক,(ইংরেজি বিভাগ)
রংপুর ক্যাডেট কলেজ। জনাব,হারুন অর রশিদ হারুন,২৭নং ওয়ার্ড কাউন্সিলর, রংপুর সিটি কর্পোরেশন রংপুর। জনাব,মনোয়ারা সুলতানা মলি, মহিলা কাউন্সিলর,২১,২৬ ও ২৭নং ওয়ার্ড,রংপুর সিটি কর্পোরেশন রংপুর। শিল্পধারা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব,রফিকুল ইসলাম লিখু।শিল্পধারা’র কার্য নির্বাহী সদস্য মো:সাজেদুল করিম কনক ও ইউনুছ কবির মিঠু। শিল্পধারা’র সম্মানিত শিক্ষকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।