24.1 C
Rangpur City
Monday, May 19, 2025
Google search engine
Homeখেলাধুলাভারত নাম প্রত্যাহার করেছে আসন্ন এশিয়া কাপ থেকে

ভারত নাম প্রত্যাহার করেছে আসন্ন এশিয়া কাপ থেকে

ভারত নিজেদের নাম সরিয়ে নিয়েছে পরবর্তী এশিয়া কাপ থেকে। ভারতীয় ক্রিকেট বোর্ড— বিসিসিআই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান পদে একজন পাকিস্তানি মন্ত্রী থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে।খবর, ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানও। তাই বিসিসিআইয়ের এই অবস্থান সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের এশিয়া কাপের উপর প্রশ্ন চিহ্ন ফেলে দিয়েছে।
এতে, টুর্নামেন্টটি আপাতত স্থগিত হওয়ার সম্ভাবনা-ও উঁকি দিচ্ছে। কারণ, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতই ছিল এবারের এশিয়া কাপের আয়োজক দেশ। তারা নিজেদের প্রত্যাহার করে নেয়ায় নতুন আয়োজক খুঁজতে হবে এসিসিকে।

এবার এশিয়া কাপ হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। কিন্তু ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার জের ধরে তৈরি হয়ে এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা। পাকিস্তানের সঙ্গে আইসিসি আসরেও যেন ভারতের খেলা না পড়ে সেই দাবিও ওঠে ভারতের ক্রিকেটাঙ্গন থেকে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।

এমন সিদ্ধান্তে কেন নেয়া হয়েছে, সেই ব্যাখ্যাও দেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যমে। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ভারতীয় দল এমন একটি টুর্নামেন্টে অংশ নিতে পারে না যা এসিসি আয়োজিত এবং যার প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। এটি জাতির অনুভূতির বিষয়। আমরা মৌখিকভাবে এসিসিকে জানিয়ে দিয়েছি যে আমরা আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছি, এবং ভবিষ্যতে তাদের আয়োজিত ইভেন্টগুলিতেও আমাদের অংশগ্রহণ আপাতত স্থগিত। আমরা ভারত সরকার-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য