31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeবিভাগীয় খবরচট্রগ্রামব্রাহ্মণবাড়িয়া টিসিবি'র ডিলার আব্দুর রহমানের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া টিসিবি’র ডিলার আব্দুর রহমানের কারাদণ্ড

৫ আগস্ট, ২০২১ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে টিসিবি ডিলার মেসার্স মাইশা এন্টারপ্রাইজ কর্তৃক স্বল্পমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম মনিটরিং কালে ব্যাপক অনিয়ম পাওয়া যায়। চালান পত্রে উল্লিখিত ৭০০ কেজি চিনি,৩০০ কেজি ডাল ও ৫০০ লিটার তেলের স্থলে যথাক্রমে ২৪১ কেজি চিনি, ১৯১ কেজি ডাল ও ৩৮৮ লিটার তেল পাওয়া যায়৷

৪৫৯ কেজি চিনি, ১০৯ কেজি ডাল ও ১১২ লিটার তেল এর ঘাটতি থাকায় জিজ্ঞাসাবাদে ডিলার আব্দুর রহমান তা গোডাউনে অবৈধভাবে সংরক্ষিত আছে বলে স্বীকার করেন।পরে সেগুলো উদ্ধার করা হয়। প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করায় মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাফফাত আরা তাৎক্ষণিক ডিলার আব্দুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য