দীর্ঘতম জীবিত দম্পতির আনুষ্ঠানিক খেতাব পেয়েছেন এক যুগল। ১৪ফেব্রুয়ারি,২০২৫
শুক্রবারের ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) এক প্রতিবেদনে ওই যুগলের পরিচয় তুলে ধরে। এ দিন ছিল বিশ্ব ভালোবাসা দিবস। তরুণ-তরুণীর প্রেম ছাপিয়ে দীর্ঘতম জীবিত দম্পতির ভালোবাসা নজর কাড়ে পাঠকদের।
প্রতিবেদনে বলা হয়, ১৯৪০ সালে বিবাহিত এক ব্রাজিলিয়ান দম্পতি আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছেন। এখন থেকে তারা দীর্ঘতম জীবিত দম্পতি।
শতবর্ষী এবং অতি-শতবর্ষী ব্যক্তিদের তথ্য ট্র্যাক করে এমন ওয়েবসাইট লংগেভিকোয়েস্ট ভ্যালেন্টাইন্স ডে অনুসারে ৮৪ বছর ৭৭ দিন ধরে সংসার করছেন ম্যানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো ও মারিয়া ডি সুসা ডিনো। ম্যানোয়েলের বয়স ১০৫ বছর এবং মারিয়া ১০১-এর ঘরে পা দিয়েছেন। ওয়েবসাইটটির তথ্য যাচাই-বাছাই করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাদের খেতাবে ভূষিত করে।
এই দম্পতি ১৩ সন্তান লালন-পালন করেছেন। এখন তাদের ৫৫ জন নাতি-নাতনি, ৫৪ জন প্রপৌত্র-প্রপৌত্র এবং ১২ জন প্রপৌত্র-প্রপৌত্র
-প্রপৌত্র রয়েছে।এর আগে দীর্ঘতম বিবাহ ৮৮ বছর ৩৪৯ দিন স্থায়ী হয়েছিল। ডেভিড জ্যাকব হিলার এবং সারাহ ডেভি হিলার ১৮০৯ সালে কানাডায় বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এই জুটির দেখা হয় ১৯৩৬ সালে। এরপর মনের আদান-প্রদানের পর ১৯৪০ সালে ব্রাজিলের সিয়েরায় বোয়া ভেনচুরার চ্যাপেলে তাদের বিয়ে হয়। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। এরপর প্রলয়ংকরী যুদ্ধ, কত কত মহামারি, মন্দা, খাদ্যাভাব, রাজনৈতিক অস্থিরতা পার করেছেন তারা। কিন্তু কোনো ভয়ংকর পরিস্থিতিই তাদের আলাদা করতে পারেনি। হাত ছাড়েননি একে অপরের। (আন্তর্জাতিক ডেস্ক)