রংপুর মহানগর প্রতিনিধি-
মঙ্গলবার (১৮ অক্টোবর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভা ও কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায়।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রিয় সাধারন সম্পাদক জনাব কাজী মুকুল , বিশেষ অতিথি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় আইটি সেলের সভাপতি জনাব আসিফ মুনীর তন্ময় এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রংপুর জেলা শাখার সভাপতি ডা. মফিজুল ইসলাম মান্টু।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি এ্যাডঃ হোসনেয়ারা লুৎফা ডালিয়া, রংপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি শাহাদাৎ হোসেন, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবর রহমান হাবু, ঘাতক দালাল নির্মূল কমিটির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি অধ্যাপক ড. মো: মোরশেদ হোসেন এবং সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জনাব মো: সাইদুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারন সম্পাদক শামীম মাহফুজ।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দেয়া হয় এবং অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক জনাব কাজী মুকুল পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।