27.9 C
Rangpur City
Saturday, April 19, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকবিশ্বের সবচেয়ে বড় ‘গোলকোন্দা ব্লু’ডায়মন্ড নিলামে উঠতে যাচ্ছে

বিশ্বের সবচেয়ে বড় ‘গোলকোন্দা ব্লু’ডায়মন্ড নিলামে উঠতে যাচ্ছে

গত ১শ’ বছরে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড়-বিখ্যাত চকচকে ব্লু ডায়মন্ড বা নীল হীরা নিলামে উঠতে যাচ্ছে। এতো বছরেও কোনো পরিবর্তন হয়নি গোলকোন্দা ভিভিড ব্লু ডায়মন্ড নামের হীরাটির আকার, ওজন ও রঙের। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়-যুক্তরাজ্যভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ নিলামে তুলছে ২৩ ক্যারেটেরও বেশি ওজনের এ চোখ ধাঁধানো হীরাটি।
আগামী ১৪ই মে সুইজারল্যান্ডের জেনেভায়, ফোর সিজনস হোটেলে আয়োজিত হবে এ নিলাম। ৩৫ থেকে ৫০ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে ডায়মন্ডটি।

বোরনের কারণে গাঢ় নীল রঙ ধারণ করেছে এ ভিভিড ডায়মন্ডটি। দক্ষিণ-মধ্য ভারতের বিখ্যাত গোলকোন্দা খনি থেকে উৎপত্তি এ হীরার।

ভারতের রাজকীয় ঐতিহ্যের একটি অংশ পিয়ার বা নাশপাতি আকৃতির এ হীরাটি। একসময় ইন্দোরের মহারাজা যশবন্ত রাও হোলকরের মালিকানায় ছিল এটি।

এরপর বহু খ্যাতনামা জুয়েলার ও সংগ্রাহকদের হাতে হাতে ঘুরেছে এ রত্ন। বর্তমানে এটি বসানো আছে ফরাসি জুয়েলার জার-এর ডিজাইন করা একটি আংটিতে। (আন্তর্জাতিক ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য