35.6 C
Rangpur City
Tuesday, March 18, 2025
Google search engine
Homeখেলাধুলাবিশ্বকাপ বাছাইয়ে আসন্ন দু'টি ম্যাচে আর্জেন্টিনা'র চূড়ান্ত দল ঘোষণা

বিশ্বকাপ বাছাইয়ে আসন্ন দু’টি ম্যাচে আর্জেন্টিনা’র চূড়ান্ত দল ঘোষণা

আর্জেন্টিনা চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে । আগামী ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে উরুগুয়ের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। পরের ম্যাচে ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬টায় তাদের প্রতিপক্ষ ব্রাজিল। ওই দুই ম্যাচের আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে ছিলেন লিওনেল মেসি। কিন্তু ইনজুরি পড়ে আসন্ন ম্যাচ দুটি থেকে ছিটকে গেছেন এই বিশ্বকাপজয়ী মহাতারকা।

সোমবার (১৭ মার্চ) আসন্ন এই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। যেখানে মেসি ছাড়াও নেই প্রাথমিক দলে থাকা আরও ৬ ফুটবলার। এই তালিকায় আছেন গনসালো মন্তিয়েল, লিওনেল মেসি, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা।

আর্জেন্টিনা স্কোয়াড: এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, , নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো।

চোট শঙ্কায় প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন মেসি। যে কারণে ইন্টার মায়ামির হয়েও মিস করেছেন তিন ম্যাচ। গত শুক্রবার ক্যাভালিয়েরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। প্রত্যাবর্তনের ম্যাচে দুর্দান্ত এক গোলও করেন এলএমটেন। দলও পায় ২-০ গোলের সহজ জয়।

সংবাদ মাধ্যম জানিয়েছে-আটালান্টার বিপক্ষে ম্যাচের পর মেসির একটি স্ক্যান করানো হয়। সেখানে পায়ের মাংসপেশি ও সংযোগে ইনজুরি পাওয়া গেছে। যে কারণে তিনি আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না।

এখন পর্যন্ত কনমেবল অঞ্চলে বিশ্বকাপের বাছাইয়ে ১২ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। তবে সাম্প্রতিক সময়টা আর্জেন্টনার খুব একটা ভাল কাটছে না। নিজেদের সবশেষ ৫ ম্যাচের মাঝে ২ ম্যাচেই হারতে হয়েছে তাদের। ১ ম্যাচে ছিল ড্র। বাকি দুই ম্যাচ তারা জিতেছে ঘরের মাঠে। প্রতিপক্ষের মাঠে সবশেষ ৩ ম্যাচ থেকে আর্জেন্টিনার নেই কোনো জয়। ড্র করেছে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য