15.9 C
Rangpur City
Tuesday, January 13, 2026
Google search engine
Homeখেলাধুলাবিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই রাউন্ডের জন্য রাতে দল ঘোষণা ব্রাজিলের

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই রাউন্ডের জন্য রাতে দল ঘোষণা ব্রাজিলের

সোমবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই রাউন্ডে আগামী মাসে চিলি ও বলিভিয়া বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে কার্লো আনচেলত্তির। এরই মধ্যে ১৯ জনের নাম বাছাই করে ফেলেছেন এই ইতালিয়ান কোচ।

দল ঘোষণা করবেন আনচেলত্তি। যেটি সিবিএফের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো।

এদিকে গতকাল সামনে এসেছে নেইমারের ইনজুরির বিষয়টি। গত বৃহস্পতিবার সান্তোসে অনুশীলনের সময় উরুতে ফোলা (থাই এডিমা) অনুভাব করেন নেইমার। আগামী ৩১ আগস্ট ফ্লুমিনেন্স ম্যাচের আগে নেইমারকে ফিটকে কাজ শুরু করেছে চিকিসৎকরা।

বর্তমানে মেডিকেল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে জানানো হয়েছে আগামী সপ্তাহের প্রথম দিকের অনুশীলনে তার অংশগ্রহণের সম্ভাবনা কম। সেই হিসেবে আনচেলত্তির স্কোয়াডেও নেইমারকে রাখা হয়েছে গণমাধ্যমটি।

আনচেলত্তির বাছাই করা ১৯ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছেন ও গ্লোবো। সেই তালিকায় রয়েছে— নেইমার জুনিয়র (সান্তোস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এদার মিলিতো (রিয়াল মাদ্রিদ), কাইও জর্জ (ক্রুজেইরো), মার্কোস আন্তোনিও (সাও পাওলো), পাওলো হেনরিক (ভাস্কো), ভিতিনহো (বোটাফোগো), অ্যালেক্স টেলস (বোটাফোগো), গ্যাব্রিয়েল ব্রাজাও (সান্তোস), দানিলো (বোটাফোগো), স্যামুয়েল লিনো (ফ্ল্যামেঙ্গো), অ্যালেক্স স্যান্ড্রো (ফ্ল্যামেঙ্গো), লিও অর্টিজ (ফ্ল্যামেঙ্গো), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), জিন লুকাস (বাহিয়া), ম্যাথিউস পেরেইরা (ক্রুজেইরো), কাইকি (ক্রুজেইরো), ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো) ও হুগো সুজা (করিন্থিয়ানস)। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য