২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের আসর যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাতে যৌথভাবে বসছে। ক্রমেই জোরালো হচ্ছে বিশ্বকাপের দামামা। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বসছে এবারের বিশ্বকাপ। ইতোমধ্যে ৪২টি দল মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। বাকি ছয়টি স্পটের মধ্যে ইউরোপ থেকে আসবে চারটি দল। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে নির্ধারিত হলো সেই ইউরোপীয় অঞ্চলের প্লে-অফের ড্র।
ইউরোপের ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের ফাইনাল জয়ী দলই পাবে বিশ্বকাপের শেষ চারটি ইউরোপিয়ান টিকিট। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এবং শক্তিশালী ডেনমার্কের মতো দল প্লে-অফে পড়ায় এই লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
ইউরোপিয়ান বাছাইপর্বের সেমিফাইনালে কে কার মুখোমুখি গ্রুপ এ ইতালি বনাম উত্তর আয়ারল্যান্ড ওয়েলস বনাম বসনিয়া ও হার্জেগোভিনা গ্রুপ বি ইউক্রেন বনাম সুইডেন পোল্যান্ড বনাম আলবেনিয়া গ্রুপ সি তুরস্ক বনাম রোমানিয়া স্লোভাকিয়া বনাম কসোভো গ্রুপ ডি ডেনমার্ক বনাম উত্তর ম্যাসেডোনিয়া চেক প্রজাতন্ত্র বনাম আয়ারল্যান্ড
প্লে-অফ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ, আর ফাইনাল ৩১ মার্চ। চার গ্রুপের চ্যাম্পিয়ন দলই পাবে বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ।
(স্পোর্টস ডেক্স)






