রংপুর রাইডার্স এবারের বিপিএলে গ্রুপ পর্বে নিজেদের টানা ৮ ম্যাচ জিতে সবার আগে নকআউট নিশ্চিত করেছিল। নিজেদের নবম ম্যাচে হেরে বসে দুর্বার রাজশাহীর কাছে। যদিও সেই হার হয়তো মানতে পারছিল না রংপুরও। রাইডার্সদের জয় উদযাপনে শেষ পেরেক ঠুকেছে রাজশাহী। গুনে গুনে টানা চার ম্যাচ হেরেছে গ্রুপ পর্বে।
টানা হারা পয়েন্ট তালিকার সেরা দুই দলের একটি হতে পারেনি রংপুর। ফলে তাদেরকে খেলতে হয় এলিমিনেটর। আর সেই এলিমিনিটরে খুলনা টাইগার্সের কাছে একেবারেই পাত্তা পায়নি উত্তরের দলটি। বড় ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে নুরুল হাসান সোহানের রংপুর।
৮৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নামা খুলনা প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজকে হারায়। তাকে বোল্ড করে সাজঘরে ফেরান আকিভ। রংপুর শিবিরের আনন্দ বলতে শুধু এটুকুই। এরপর মোহাম্মদ নাঈম শেখ ও অ্যালেক্স রসের ব্যাটে আর কোনো উইকেট না হারিয়েই ৫৬ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। নাঈম শেখ ৩৩ বলে ৪৮ ও রস ২৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।
শক্তিশালী এক একাদশ নিয়ে খুলনার বিপক্ষে মাঠে নামে রংপুর। মিরপুরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সোহান। তবে অধিনায়কের সেই আস্থার প্রতিদান দিতে পারেনি কোনো ব্যাটারই। (স্পোর্টস ডেস্ক)