26.2 C
Rangpur City
Thursday, March 20, 2025
Google search engine
Homeসাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞানীদের আলঝেইমার রোগের চিকিৎসায় নতুন আশা

বিজ্ঞানীদের আলঝেইমার রোগের চিকিৎসায় নতুন আশা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী আলঝেইমার রোগের উপশমে কার্যকর নতুন এক উপাদানের খোঁজ পেয়েছেন। তাঁদের দাবি, রোজমেরি ও সেজ নামের মসলায় কার্নোসিক অ্যাসিড পাওয়া যায়, যা অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে অ্যান্টি–ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের। আর তাই এসব মসলার মধ্যে থাকা একটি যৌগ আলঝেইমার রোগের উপশমে কাজ করতে পারে।

ইঁদুরের মস্তিষ্কে রোজমেরি ও সেজ মসলায় থাকা যৌগ ব্যবহার করে সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, ইঁদুরের মস্তিষ্কে যৌগটি ব্যবহারের পরে প্রদাহ কমে গেছে। আর তাই এখন আলঝেইমার রোগের চিকিৎসায় মানুষের শরীরে যৌগটি ব্যবহার করতে চান বিজ্ঞানীরা। এ জন্য কার্নোসিক অ্যাসিড ব্যবহার করে একটি ওষুধও তৈরি করেছেন তাঁরা। ওষুধটি কেবল প্রদাহ কমায় না; বরং মস্তিষ্কের স্নায়ু কোষের সংযোগ পুনরুদ্ধার করতে পারে। এতে শেখার আগ্রহ ও স্মৃতিশক্তি বাড়ে।

বিজ্ঞানীদের তথ্যমতে- কার্নোসিক অ্যাসিড ইতিমধ্যেই মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন নিরাপদ বলে বিবেচনা করেছে। এ জন্য নতুন ওষুধ ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য দ্রুত ব্যবহার করতে আগ্রহী বিজ্ঞানীরা।

আলঝেইমার রোগ ডিমেনশিয়ার সাধারণ একটি রূপ। এই রোগের কারণে এমন একটি অবস্থা তৈরি হয়, যা সাধারণত বয়স্ক ব্যক্তিদের মন ও স্মৃতিতে প্রভাবের জন্য পরিচিত। নতুন ওষুধটি জীবন বাঁচানোর পাশাপাশি বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করবে না।

ইঁদুরের ওপর পরিচালিত পরীক্ষায় নতুন ওষুধটি নিউরোনাল সিন্যাপ্সের সংখ্যা বৃদ্ধি করেছে। বিজ্ঞানী স্টুয়ার্ট লিপটন বলেন, ‘আমরা স্মৃতিশক্তি নিয়ে একাধিক পরীক্ষা করেছি। এই ওষুধের মাধ্যমে স্মৃতিশক্তি উন্নত হতে দেখা গেছে।’ (স্বাস্থ্য ডেস্ক)
সূত্র: ডেইলি মেইল

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য