বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে জীবন কুজুরকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা ৩ দিন পর তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন রংপুর মিঠাপুকুরের জীবন কুজুর।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন।সোমবার (১৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে পালিয়ে থাকা জীবন কুজুরকে উপজেলার শঠিবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়।পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রামেশ্বপাড়া আদিবাসী পল্লিতে ছেলের হাতে বাবার খুন হবার ঘটনাটি ঘটে। শুক্রবার (১১ জুন) বিকেলে মোংলা কুজুর নিজ ঘরে ঘুমিয়ে পড়লে ছেলে জীবন ঘুমন্ত অবস্থায় তার বাবার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে পালিয়ে যান।এতে মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মোংলা কুজুরের মৃত্যু হয়। এ ঘটনার একদিন পর শনিবার নিহতের চাচাতো ভাই আতুল কুজুর বাদী হয়ে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকে জীবন কুজুর পলাতক ছিলেন।
তিনি আরও জানান, সোমবার রাতে জীবন কুজুরকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এতে জীবন কুজুর হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। গ্রেফতার আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাবাকে হত্যা করে পালিয়ে থাকা জীবন কুজুর গ্রেফতার
RELATED ARTICLES