বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে এবারই প্রথম অংশগ্রহণ করছে । অভিষেক আসরের প্রথম ম্যাচেই জাপানের কাছে বিধ্বস্ত হয়েছিল বাংলার মেয়েরা। তবে প্রত্যাবর্তনের গল্প লিখে পরের দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের জার্সিধারীরা।
চীনের দাজহুতে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারানোর পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে একই ব্যবধানে পরাজিত করেছে। তাতেই অভিষেক আসরে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।
আজ সোমবার (৭ জুলাই) ম্যাচের প্রথম দুই কোয়ার্টার গোলশূন্য ছিল। তৃতীয় কোয়ার্টারে এসে প্রথম গোলমুখ উন্মুক্ত করেন কনা আক্তার। ৩৪ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে লিড এনে দেন তিনি। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আইরিন রিয়া। ৪২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে জাল কাপান তিনি।
হংকং খেলায় ফেরার জন্য শেষ কোয়ার্টারে মরিয়া ছিল। ৫৭ মিনিটে অধিনায়ক শারিকা রিমন পেনাল্টি কর্ণার থেকে গোল করলে বাংলাদেশের জয় ছিল সময়ের অপেক্ষা। আম্পায়ারের শেষ বাঁশির সঙ্গে বাংলাদেশ দল উল্লাসে মাতে।
এ গ্রুপে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পুলের শীর্ষে জাপান। সমান ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে পুল পর্ব শেষ করল বাংলাদেশ। সুপার ফোরে একে অন্যের মুখোমুখি হবে এরপর শীর্ষ দুই দল ফাইনাল অন্য দুই দল তৃতীয় স্থানের জন্য লড়বে। (স্পোর্টস ডেস্ক)