26.4 C
Rangpur City
Saturday, August 2, 2025
Google search engine
Homeখেলাধুলাবাংলাদেশ অংশ নেবে এশিয়ান কাপের বাছাইপর্বে

বাংলাদেশ অংশ নেবে এশিয়ান কাপের বাছাইপর্বে

অনুর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে । সেখানে অংশ নেবে বাংলাদেশও। বাছাইয়ের লড়াইয়ে নামার আগে প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। সেজন্য অনুর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের নিয়ে ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ শুক্রবার (১ আগস্ট) থেকে শুরু হচ্ছে ক্যাম্প। ক্যাম্পের জন্য ১৯ জন ফুটবলারের আংশিক দল চূড়ান্ত করেছে বাফুফে। শুরুতে ফর্টিজে ক্যাম্পের পরিকল্পনা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। আজ সন্ধ্যায় গুলশানের এক হোটেলে সহকারী কোচ হাসান আল মামুনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে এই ১৯ ফুটবলারকে।

কিছুদিন আগে প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের ব্যবস্থা করেছিল বাফুফে। সেখানে ৪০ জন ফুটবলার অংশ নিয়েছিলেন। নিজেদের পারফরম্যান্স দিয়ে নজরও কেড়েছিলেন বেশ কয়েকজন ফুটবলার। সমর্থকদের ধারণা ছিল ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলারদের মধ্য থেকে কয়েকজন সুযোগ পাবেন অনুর্ধ্ব-২৩ দলে। যে কারণে বাফুফের এই দল নিয়ে বেশ আলোচনা ছিল।

তবে, সমর্থকদের সেই আশা পূরণ হয়নি। বাফুফের ঘোষিত ১৯ জনের এই আংশিক দলে নাম দেখা গেছে ট্রায়ালে অংশ নেওয়া মাত্র একজন প্রবাসী ফুটবলারের। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোকে অনুর্ধ্ব-২৩ দলের আংশিক ১৯ জনের তালিকা দিয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদের নাম দেখা গেছে।

অনুর্ধ্ব-২৩ দলের ক্যাম্পটি আংশিক। কারণ এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নেবে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। এই দল দুটি থেকেও কিছু ফুটবলার ডাক পাবেন ক্যাম্পে। ক্লাবের ম্যাচ শেষে ক্যাম্পে যোগ দেবেন তারা।

এছাড়া আলোচনায় ছিলেন ফাহমিদুল, কিউবা মিচেলরা। কিন্তু এই তালিকায় তাদের নামও দেখা যায়নি। বসুন্ধরা কিংসে নাম লেখানো কিউবা মিচেলকে হয়তো ডাকা হতে পরে। থাকতে পারেন ফাহমিদুল। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য