33.3 C
Rangpur City
Saturday, July 12, 2025
Google search engine
Homeখেলাধুলাবাংলাদেশের বিশ্বকাপ খেলতে যে সমীকরণ মেলাতে হবে

বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যে সমীকরণ মেলাতে হবে

এএফসি নারী এশিয়ান কাপের মূল ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে।যেখানে অংশ নেওয়ার টিকিট পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এই টুর্নামেন্টটি ২০২৭ সালের নারী বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিকের বাছাইপর্ব হিসেবেও কাজ করবে।

এশিয়ান কাপের মূল পর্ব থেকেই মোট ছয়টি দল ২০২৭ নারী বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। এ ছাড়া আরও দুটি দল আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নেওয়ার সুযোগ পাবে।

যার ফলে বিশ্বকাপে জায়গা করে নিতে হলে বাংলাদেশকে থাকতে হবে অন্তত সেরা ছয়ের মধ্যে। এই টুর্নামেন্টে তিনটি গ্রুপে ভাগ হয়ে মোট ১২টি দল অংশ নেবে। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুদল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। তবে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা দুদলও সুযোগ পাবে শেষ আটে।

কোয়ার্টার ফাইনালে জয়ী চার দল ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেবে। আর হেরে যাওয়া চার দল নিজেদের মধ্যে দুটি প্লে-ইন ম্যাচ খেলবে, যেখানে জয়ী দুই দল বিশ্বকাপের মূল পর্বে যাবে। বাকি দুই দলকে নামতে হবে কঠিন আন্তঃমহাদেশীয় প্লে-অফে।

দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়েছে র‌্যাঙ্কিং অনুযায়ী। বাংলাদেশের অবস্থান চতুর্থ পটে, যেখানে রয়েছে ভারত এবং বাছাইপর্বে গ্রুপ ‘এ’ থেকে উঠে আসা দলটিও।

প্রথম পটে রয়েছে অস্ট্রেলিয়া (স্বাগতিক), জাপান এবং উত্তর কোরিয়া। দ্বিতীয় পটে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। তৃতীয় পটে আছে ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য