37.9 C
Rangpur City
Thursday, May 8, 2025
Google search engine
Homeখেলাধুলাবাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে বিসিবি যা জানালো

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে বিসিবি যা জানালো

ভারত-পাকিস্তান সংঘাত। দু’দেশের মধ্যে চলছে উত্তেজনা। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এখনই সফর স্থগিতের কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দলের আসন্ন পাকিস্তান সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। ১৪ মে আমিরাতে দুটি টি-টোয়েন্টি খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেখান থেকে পাকিস্তানে গিয়ে লাহোর ও ফয়সালাবাদে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে দল পাঠানো হবে কি না, তা নিয়ে এখনই সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

যদি পাকিস্তান সফর স্থগিত হয়, তবে আমিরাতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রয়োজনীয়তাও পুনর্বিবেচনা করবে বিসিবি। কারণ এই সফরের পরিকল্পনা করা হয়েছিল পাকিস্তান সফরের অংশ হিসেবেই।

বুধবার (৭ মে) সন্ধ্যায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও কয়েকজন পরিচালক মিরপুরে জরুরি সভায় বসেন। তবে সভা শেষে জানানো হয়, ১০ মে পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বোর্ড। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে পাকিস্তান সফর নিয়ে।

ফারুক আহমেদ বলেন, আমরা ১০ মে পর্যন্ত পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করব। এরপর আবার বসব এবং পাকিস্তানে দল পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তিনি জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছে বিসিবি।

এদিকে, বর্তমানে পিএসএলে খেলতে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। তাদের নিরাপত্তা নিয়েও আলোচনায় এসেছে। বিসিবি সভাপতি জানান, দুই ক্রিকেটারই জানিয়েছেন যে তারা ভালো আছেন এবং এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়েননি।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি সত্ত্বেও পিএসএল চলবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী। আগামী ম্যাচে রিশাদ ও নাহিদের দল মুখোমুখি হবে রাওয়ালপিন্ডিতে, যেখানে হেরে যাওয়া দল বাদ পড়ে যেতে পারে টুর্নামেন্ট থেকে। সে ক্ষেত্রে ফ্লাইট পেলে ম্যাচটির পরই দেশে ফিরতে পারবেন দুজনের একজন। (ম্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য