বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটের স্বার্থে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) বয়কট থেকে সরে দাড়ালো ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান বিপিএল বয়কটের ঘোষণা দেয় সংগঠনটি। যার ফলে স্থগিত হয়েছে বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের দুই ম্যাচ।
বৃহস্পতিবার দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। সন্ধ্যা ৬ টায় মাঠে গড়ানোর কথা ছিল দিনের রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের মধ্যে দ্বিতীয় ম্যাচ। কিন্তু বিতর্কিত মন্তব্যের কারণে নাজমুলের পদত্যাগের দাবিতে এই ম্যাচও ক্রিকেটাররা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
(স্পোর্টস ডেক্স)






