26.1 C
Rangpur City
Friday, January 30, 2026
Google search engine
Homeখেলাধুলাফেব্রুয়ারিতে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ফেব্রুয়ারিতে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ৩ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তনের দাবি জানালেও সেই দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি। ইতোমধ্যে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বিশ্বকাপে না খেলায় বাংলাদেশের ক্রিকেটাররা আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন। এই পরিস্থিতিতে জাতীয় দলের খেলোয়াড়দের ক্ষতি পুষিয়ে দিতে এবং তাদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে সক্রিয় রাখতে নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ৩ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও থাকবেন এইচপি এবং ‘এ’ দলের ক্রিকেটাররাও। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম সাংবাদিকদের জানিয়েছেন, উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করে তিন দলের নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি।

যেখানে ক্রিকেটারদের জন্য থাকছে ভালো পেমেন্টের ব্যবস্থাও। এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি বলেন, ‘আর্থিক বিষয় তো জড়িয়ে আছে–ই। কিন্তু সবার আগে নিরাপত্তার বিষয়। ইতোমধ্যে আমাদের উপদেষ্টা বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করেছেন। দেশেই আমরা আরেকটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। বিসিবির মাধ্যমে খবরটা পাবেন। আপনাদের অবহিত করবেন বিসিবি সভাপতি। সরকার তো আয়োজন করবে না, ক্রিকেট বোর্ডই সব করবে।’ বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ছাড়াও দেশের শীর্ষস্থানীয় অন্য ক্রিকেটাররাও ওই টুর্নামেন্টে অংশ নেবেন। মাহবুব বলেন, ‘জাতীয় দলে তো শুধু ১৫-২০ জন খেলোয়াড়। একটা টুর্নামেন্ট আয়োজন করলে এর বাইরেও যারা আছে তাদেরও নিতে হবে। যারা বিশ্বকাপ দলে ছিলেন তারা তো থাকবেন–ই, এর বাইরে প্রমিনেন্ট ক্রিকেটাররাও থাকবেন।’ ( স্পোর্টস ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য