যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে ৩২ দলের প্রতিযোগিতার জন্য নির্ধারিত প্রাইজমানির পরিমাণ শুনে অনেকেই অবাক হতে পারেন। ফিফা ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের জন্য বিশাল অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছে। মোট প্রাইজমানি ১০০ কোটি ডলার, যা ২০২২ কাতার বিশ্বকাপের (৪৪ কোটি ডলার) চেয়ে দ্বিগুণেরও বেশি।
ফিফার দেওয়া তথ্যানুসারে- এই টুর্নামেন্ট থেকে প্রায় ২০০ কোটি ডলার আয় হতে পারে। উল্লেখযোগ্যভাবে ফিফা জানিয়েছে-এই আয়ের সম্পূর্ণ অংশই অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে বণ্টন করা হবে এবং ফিফা নিজে কোনো অর্থ রাখবে না। অংশগ্রহণকারী সকল ক্লাবের জন্যই নির্দিষ্ট প্রাইজমানি থাকবে, পাশাপাশি পারফরম্যান্সের ভিত্তিতে অতিরিক্ত ফি প্রদান করা হবে।
২০২৩ সাল পর্যন্ত প্রতিবছর আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপে প্রতিটি মহাদেশের চ্যাম্পিয়ন ও আয়োজক দেশের একটি দল অংশগ্রহণ করত। কিন্তু এবার প্রথমবারের মতো ৬টি মহাদেশ থেকে ৩২টি দল অংশ নেবে।
১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের আল আহলির।
বিশ্ব ফুটবলে এই বিশাল পরিবর্তন ক্লাব ফুটবলের জনপ্রিয়তা ও অর্থনৈতিক দিককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফিফা আরো জানিয়েছে, ২০২৮ সাল থেকে মেয়েদের ক্লাব বিশ্বকাপও আয়োজন করা হবে।
(স্পোর্টস ডেস্ক)






