আবার রিমেক ছবি কেন করলেন আমির, অনেকে এ নিয়ে বিরক্তও ছিলেন। এ ছাড়া নেতিবাচক নানা প্রচারণা ছিল। মুক্তির আগে ‘সিতারে জমিন পর’ নিয়ে সমালোচকদের খুব একটা উচ্চাশা ছিল না। ছবির অগ্রিম টিকিট বিক্রির অবস্থা ছিল খুবই খারাপ। কিন্তু গত শুক্রবার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতেই যেন সব বদলে গেল। তিন বছর পর প্রেক্ষাগৃহে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন আমির খান। খবর হিন্দুস্তান টাইমসের
মুক্তির আগে নানা কথা প্রচার হলেও শুক্রবার ছবিটি দেখে দর্শক ও সমালোচক উভয়ই পছন্দ করেন। ছবির কথা মুখে মুখে ছড়িয়ে পড়ে।
মুক্তির প্রথম দিন ছবিটি আয় করে ১১ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২২ কোটি রুপি। গতকাল রবিবার ছিল ভারতের সাপ্তাহিক ছুটির দিন। এ দিন ছবিটি ২৮ কোটি রুপি আয় করেছে! সব মিলিয়ে মুক্তির পর প্রথম তিন দিনে ছবিটির আয় ৬০ কোটি রুপির বেশি।
ধারণা করা হচ্ছে, পাঁচ দিনেই ছবিটি ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে। ‘সিতারে জমিন পর’ ছবিটি ২০০৭ সালে মুক্তি পাওয়া আমিরের আরেকটি সিনেমা ‘তারে জমিন পর’–এর সিকুয়েল।
একটি স্প্যানিশ সিনেমার এ হিন্দি রিমেকটি পরিচালনা করেছেন এস প্রসন্ন। আমির ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জেনেলিয়া ডি’সুজা। ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করেছেন বিশেষ চাহিদাসম্পন্ন ১০ শিল্পী। (বিনোদন ডেস্ক)