আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে আরও ২৬ হাজার ২২৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২১জুলাই,২০২২,বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী’র সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ড. আহমদ কায়কাউস, মুখ্য সচিব,প্রধানমন্ত্রী’র কার্যালয়। গণভবন প্রান্ত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন – আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, পরিচালক, আশ্রয়ণ প্রকল্প।
আশ্রণ প্রকল্পের আওতায় পাঁচ জেলার পাঁচ স্থানে ভূমিহীন ও গৃহহীনদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী ঘর হস্তান্তর করেন ।
জমিসহ ঘর হস্তান্তর করা হয়- লক্ষ্মীপুরে ৪৩৬, বাগেরহাটে ৫০০, ময়মনসিংহে ২৪, পঞ্চগড়ে ২ হাজার ৪৩৪ এবং মাগুরায় ৬৭৮টি।
প্রকল্পের স্থানগুলো – লক্ষ্মীপুর এর রামগতি উপজেলাধীন চরকলাকোপা আশ্রয়ণ প্রকল্প, বাগেরহাট এর রামপাল উপজেলাধীন গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্প, ময়মনসিংহ এর নান্দাইল উপজেলার চর ভেড়ামারা আশ্রয়ণ প্রকল্প, পঞ্চগড় সদর উপজেলার মহানপাড়া আশ্রয়ণ প্রকল্প এবং মাগুরা’র মোহাম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া আশ্রয়ণ প্রকল্প।
(ছবি সংগৃহীত)