16.1 C
Rangpur City
Friday, January 2, 2026
Google search engine
Homeআন্তর্জাতিকপ্রথম সুপারমুন দেখা যাবে শনিবার

প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার

শনিবার (৩ জানুয়ারি) পূর্ণিমার চাঁদ উদিত হবে.শিগগিরই আকাশে দেখা যাবে নতুন বছরের প্রথম ‘সুপারমুন’। আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) পূর্ণিমার চাঁদ উদিত হবে, যা রাতের আকাশে স্বাভাবিকের তুলনায় অনেক বড় আকারে দেখা যাবে। এর মাধ্যমে গত বছরের অক্টোবরে শুরু হওয়া সুপারমুনের ধারাবাহিকতার শেষ পর্বটি সম্পন্ন হবে। খবর বিবিসির। বিজ্ঞানীদের মতে, চাঁদ যখন তার স্বাভাবিক কক্ষপথের তুলনায় পৃথিবীর আরও কাছাকাছি চলে আসে, তখন সেই পূর্ণিমাকে সুপারমুন বলা হয়। এই সময় চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং প্রায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে চাঁদ তার পূর্ণতম অবস্থানে পৌঁছাবে। তবে এর আগের রাতেই আকাশে একটি বড় ও উজ্জ্বল গোলক হিসেবে চাঁদ স্পষ্টভাবে দৃশ্যমান হবে।

জানুয়ারির এই সুপারমুনটি ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’, ‘কোল্ড মুন’ এবং ‘হার্ড মুন’ নামেও পরিচিত। যদিও এসব নামের পেছনে ঐতিহ্যগত ভিত্তি রয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতেই নামগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে। নতুন বছরের শুরুতে এই মনোমুগ্ধকর জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য উপভোগ করতে রাতের আকাশের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন জ্যোতির্বিদরা। সুপারমুনের ঠিক দুই মাস পর আগামী ৩ মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।
(নিউজ ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য