স্টাফ রিপোর্টার-
রংপুর বিভাগীয় কমিশনার মো:সাবিরুল ইসলাম বলেছেন-কৃষি প্রধান রংপুর অঞ্চলের কৃষি জমি রক্ষা করে উৎপাদনশীলতা বজায় রেখে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করে আর্থ সামাজিক উন্নয়ন করতে হবে। এজন্য পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন কাজ করতে হবে।
বায়ু দূষণ,শব্দ দূষণ ও পরিবেশ দূষণ না হয় সেজন্য ইটিপি সম্বলিত প্রতিষ্ঠান গড়তে হবে। একই সাথে উন্নত প্রযুক্তির ইটভাটা ও ইটের বিকল্প ব্লক ইট ব্যবহারে জনসচেতনতা বাড়াতে হবে।চতুর্থ শিল্প বিল্পব ও টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রকৃতি পরিবেশ সুরক্ষা এবং সব ধরনের দূষণ রোধ ও পরিবেশ আইন কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিভাগীয় কমিশনার।
তিনি ৪ সেপ্টেম্বর,২০২২,রবিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিল্প কল কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন এবং ইটের বিকল্প ব্লক ব্যবহার উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালায় এ কথা বলেন।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এতে স্থানীয় সরকারের পরিচালক ফজলুল হক,জেলা প্রশাসক আসিব আহসান, সিটি কর্পোরেশনের সিইও রুহুল আমিন মিয়াসহ বিভিন্ন পেশার নাগরিক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।