20.9 C
Rangpur City
Monday, December 23, 2024
Google search engine
Homeবিভাগীয় খবরনিশ্চিন্তপুর কলমদারপাড়া মসজিদের তিন তলার ভিত্তিপ্রস্তর স্থাপন

নিশ্চিন্তপুর কলমদারপাড়া মসজিদের তিন তলার ভিত্তিপ্রস্তর স্থাপন

মো:সুলতান মারজান হৃদয়,মিঠাপুকুর প্রতিনিধি-

রংপুর জেলার মিঠাপুকুর থানার ৬ নং কাফ্রিখাল ইউনিয়নের নিশ্চিন্তপুর কলমদার পাড়ায় ১৯
আগস্ট,শুক্রবার তিন তলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ৫৬০ মডেল মসজিদ তৈরি করেন,যদি ৫৬০ টি মডেল মসজিদ তিনি একাই করতে পারেন তাহলে আমরা মডেল মসজিদ তৈরি করতে না পারি তবে যুগোপযোগী ও মানসম্মত মসজিদ অবশ্যই তৈরি করতে পারব।

এছাড়াও তিনি উক্ত অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ মুসলমানকে মসজিদ নির্মাণে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান এবং তিনি যেন অত্র এলাকার মোক্তব, মসজিদ, মাদ্রাসা ছাড়াও সকল ভাল কাজে অংশগ্রহণ করতে পারেন সেজন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান।

এরপর জনাব,মাওলানা আবুল কাশেম এর ইমামতিতে জুমার সালাত আদায় করার পর তিনি মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং দেশ জাতি ও সমাজের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব,মো: জয়নাল আবেদীন মাস্টার, চেয়ারম্যান, ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদ।
জনাব শফিকুল ইসলাম আদনান চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।
জনাব এনামুল হক হিরা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।
এছাড়াও বক্তব্য রাখেন – অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য