31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeজাতীয়দেশে একই সঙ্গে নতুন এসপি ৪০ জেলায়

দেশে একই সঙ্গে নতুন এসপি ৪০ জেলায়

০৩আগস্ট, ২০২২,বুধবার এক প্রজ্ঞাপনে দেশে একই সঙ্গে ৪০ জেলায় পুলিশ সুপার পদে রদবদল আনা হয়। পুলিশের মাঠ প্রশাসন পরিবর্তন হচ্ছে । রাষ্ট্রপতির আদেশক্রমে – বুধবার জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশের বদলি ও পদায়ন করা হয়। নতুন এসপিবৃন্দের মধ্যে ৮ জন বিসিএস ২৭ ব্যাচের কর্মকর্তা, ২৩ জন ২৫ ব্যাচের এবং ৯ জন ২৪ ব্যাচের। প্রথম ২৭ ব্যাচের কর্মকর্তারা জেলা পুলিশ সুপার হলেন।

নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীকে পাবনা জেলায়, গাজীপুরের এস এম শফিউল্লাহকে চট্টগ্রামে, মাদারীপুরের গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জে, ফেনীর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সিলেটে, জয়পুরহাটের মাছুম আহাম্মদ ভূঁঞাকে ময়মনসিংহে, ডিএমপির সাইফুল হককে শরীয়তপুরে, কেএমপির মোহাম্মদ এহসান শাহকে সুনামগঞ্জে বদলি করা হলো।

লালমনিরহাটের ইন সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে মো. মাহফুজ্জামান আশরাফকে লক্ষ্মীপুরে, ডিএমপির মোহাম্মদ আশিকুর রহমানকে ঝিনাইদহে, এপিবিএনের সাদিরা খাতুনকে নড়াইলে, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আব্দুল্লাহ আল মামুনকে চুয়াডাঙ্গায়, পুলিশ সদরদপ্তর থেকে আরিফুর রহমান মণ্ডলকে সিরাজগঞ্জ, এসবির কাজী মনিরুজ্জামানকে সাতক্ষীরা, ডিএমপির শাহ ইফতেখার আহমেদকে দিনাজপুরে, পুলিশ সদরদপ্তরের মীর আবু তৌহিদকে রাঙামাটি, পুলিশ টেলিকমের মোহাম্মদ সাইফুল ইসলামকে লালমনিরহাট, এসবির রাশিদুল হককে নওগাঁয়, ডিএমপির মো. মাহফুজুল ইসলামকে কক্সবাজার, এসবির ফয়েজ আহমেদকে নেত্রকোনা জেলার পুলিশ সুপার করা হলো।

ডিএমপির ওয়াহিদুল ইসলামকে বরিশালে, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের আব্দুল মান্নানকে কুমিল্লায়, ডিএমপির উত্তরা বিভাগের ডিসি কাজী শফিকুল আলমকে গাজীপুরে, ডিএমপির সাইদুল ইসলামকে পটুয়াখালী, পুলিশ সদরদপ্তরের মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে মুন্সীগঞ্জ, পুলিশ সদরদপ্তরের মো. কামরুজ্জামানকে শেরপুর, জিএমপির মোহাম্মদ নুরে আলমকে জয়পুরহাট, জিএমপির জাকির হাসানকে ফেনী, ডিএমপির গুলশান বিভাগের ডিসি মো. আসাদুজ্জামানকে ঢাকার এসপি, কক্সবাজার এপিবিএনের
মো. তারিকুল ইসলামকে বান্দরবান, এসবির আবদুস ছালামকে বরগুনা, দিনাজপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. শাহজাহানকে ফরিদপুর, কক্সবাজার এপিবিএনের মো. নাইমুল হককে খাগড়াছড়িতে, পুলিশ সদরদপ্তরের মোহাম্মদ রাসেল শেখকে কিশোরগঞ্জ, পুলিশ সদরদপ্তরের মাসুদ আলমকে মাদারীপুর, র‌্যাবের আল আসাদ মো. মাহফুজুল ইসলামকে কুড়িগ্রামের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এস এম সিরাজুল হুদাকে পঞ্চগড়, শিল্প পুলিশের মো. মশিউদ্দৌলা রেজাকে মাগুরা, চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে ঝালকাঠি, নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নীলফামারী ও শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের মো. সাইফুর রহমানকে নাটোরে বদলি ও পদায়ন করা হলো। তাঁরা আগেই পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেও এবার তাঁদের পদায়ন করা হয়।

তাছাড়া গতকাল আরেকটি পৃথক আদেশে পুলিশ সুপার পদমর্যাদার আরো ১০ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীকে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সে, বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিককে রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সে, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম মহানগর পুলিশে, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে সিআইডিতে, বান্দরবানের পুলিশ সুপার, জেরিন আখতারকে এসবিতে, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীকে এসবিতে, খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজকে পুলিশ সদরদপ্তরে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামকে সিআইডিতে ও মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেনকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য