15.6 C
Rangpur City
Saturday, January 11, 2025
Google search engine
Homeতথ্য ও প্রযুক্তিতথ্য নিরাপদ রাখতে আইফোনে ৩টি সেটিংস বন্ধ রাখুন

তথ্য নিরাপদ রাখতে আইফোনে ৩টি সেটিংস বন্ধ রাখুন

প্রযুক্তি ডেস্ক-

আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে তিনটি অপশন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ‘দ্য আলটিমেট প্রাইভেসি প্লেবুক’–এর লেখক ও নিরাপত্তা বিশেষজ্ঞ চিপ হ্যালেট।

আইফোনে থাকা বিভিন্ন প্রযুক্তিসুবিধা ব্যবহারকারীদের অনুমতির মাধ্যমে তাদের তথ্য সংগ্রহ করে অ্যাপল। পরে এসব তথ্য, যেমন ইন্টারনেট ব্যবহার বা ব্রাউজিং ইতিহাস, তৃতীয় পক্ষের অ্যাপ ও ওয়েবসাইটে শেয়ার থাকে প্রতিষ্ঠানটি। এ তথ্য বিজ্ঞাপনের দর্শক নির্ধারণ ও কার্যকারিতা বিশ্লেষণে কাজে লাগে। এসব তথ্য কাজে লাগিয়ে বিজ্ঞাপনের দর্শক এবং বিজ্ঞাপনের কার্যকারিতা পর্যালোচনা করে বিভিন্ন প্রতিষ্ঠান।

অ্যাপল দাবি করে, তাদের প্রযুক্তি গোপনীয়তা সুরক্ষিত রাখে। তবে ব্যক্তিগত অনলাইন ইতিহাস এবং বিজ্ঞাপন পছন্দের তথ্য গোপন রাখতে উপরোক্ত অপশনগুলো বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন চিপ হ্যালেট।

আইফোনে যে, ৩টি সেটিংস বন্ধ রাখার পরামর্শ –

১. প্রাইভেসি প্রিজার্ভিং অ্যাড মেজারমেন্ট বন্ধ করুন। সাফারি ব্রাউজারের এই অপশনটি চালু থাকলে ব্যবহারকারীর বিজ্ঞাপন ক্লিক ও দেখার তথ্য তৃতীয় পক্ষের ওয়েবসাইটে শেয়ার হয়। সেটিংসটি বন্ধ করতে:
Settings > Safari > Advanced > Privacy Preserving Ad Measurement অপশনটি বন্ধ করুন।

২. ট্র্যাকিং অপশন নিষ্ক্রিয় করুন-
আইফোনের ট্র্যাকিং অপশন চালু থাকলে অ্যাপ ও ওয়েবসাইটগুলো বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ব্যবহারকারীর তথ্য পর্যালোচনা করে। সেটিংসটি বন্ধ করতে:
Settings > Privacy & Security > Tracking > Allow Apps to Track টগলটি বন্ধ করুন।

৩. অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধার তথ্য সংগ্রহ বন্ধ করুন-
অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিভিন্ন অ্যাপ থেকে তথ্য সংগ্রহ করে। এ সেটিংস বন্ধ করতে:
Settings > Apple Intelligence & Siri > Learn from This App, Suggest App, এবং Suggest Notifications টগলগুলো বন্ধ করুন।
সূত্র: ডেইলি মেইল

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য