31 C
Rangpur City
Monday, April 28, 2025
Google search engine
Homeখেলাধুলাডিপিএল ম্যাচে 'তাওহীদ হৃদয়' আবারো নিষিদ্ধ

ডিপিএল ম্যাচে ‘তাওহীদ হৃদয়’ আবারো নিষিদ্ধ

আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তাওহীদ হৃদয়। ঘটনাটি ঘটে গত ১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ চলাকালে।

এরপর তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফে আপিলও করা হয়েছিল। পরে নাটকীয়ভাবে ডানহাতি এই ব্যাটারের শাস্তির মেয়াদ এক ম্যাচ কমানোও হয়। যে কারণে সুপার লিগের প্রথম ম্যাচের পরেই মোহামেডানের হয়ে ফের মাঠে নামেন ২৩ বছর বয়সী এই ব্যাটার।

তবে হৃদয়ের নিষেধাজ্ঞা কমানোর প্রক্রিয়া নিয়ে ওঠে সমালোচনার ঝড়। জাতীয় দলের এই ব্যাটারকে প্রিমিয়ার লিগে খেলাতে টুর্নামেন্টের মাঝপথে বদলে যায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কোড অব কন্টাক্ট। সেদিন সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিলেন হৃদয়। সেই সঙ্গে অধিনায়কত্বেও ফিরেন।

এরপর সেই ইস্যু নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। নতুন করে সেই এক ম্যাচের শাস্তি পুনঃবহাল হচ্ছে হৃদয়ের।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও সিসিডিএমের নতুন কনভেইনর নাজমুল আবেদিন ফাহিম।

তার দেওয়া ভাষ্যমতে- আগামী ২৬ এপ্রিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার সুপার লিগের চতুর্থ ম্যাচে হৃদয় খেলতে পারবেন না। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য