২৫ এপ্রিল থেকে মুক্তি পাচ্ছে এই ঈদের সিনেমা ‘জংলি’ কানাডা,আমেরিকা ও যুক্তরাজ্যের ৪০টি থিয়েটারে। স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায় ঈদের সিনেমাগুলোর মধ্যে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।
জংলি’ সিনেমার নাম ভূমিকায় আছেন সিয়াম আহমেদ। পাখি চরিত্রে রয়েছেন শিশু শিল্পী নৈঋতা। সাথে রয়েছেন এই সময়ের জনপ্রিয় নায়িকা বুবলী। আছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও নায়িকা দিঘী।
প্রিন্স মাহমুদ এর সংগীত পরিচালনায় বেশ কটি গান জনপ্রিয়তা পেয়েছে। বাবা তোমায় ছাড়া, বন্ধুগো এই ঈদের সিনেমার গানের তালিকায় শীর্ষে। সিনেমাটি পরিচালনা করেছেন শানখ্যাত এম রাহিম। ‘জংলি’ প্রযোজনা করেছে টাইগার মিডিয়া ও এমআইবি স্টুডিওস।
প্রথম সপ্তাহে প্রধান যেসব শহরে চলবে- কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার, উইন্ডসর আমেরিকা নিউ ইয়র্ক সিটি, বাফেলো, ডেট্রয়েট, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি, ক্যানসাস সিটি ইংল্যান্ড লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন ও ফেলথাম।
পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, বছরের এই সময়ে হলিউড এবং বলিউডের সিনেমার প্রেশার থাকে ওয়ার্ল্ড মার্কেটে। তবে ভাল শুরু পেলে, পরের সপ্তাহে এখান থেকে অনেক স্ক্রিন ধরে রাখতে পারবে ‘জংলি’। সেই সঙ্গে থাকছে আরেক বড় চেইন Cinemark (USA) এ নতুন কিছু হল পাবার সুযোগ। (বিনোদন ডেস্ক)