31.7 C
Rangpur City
Saturday, March 15, 2025
Google search engine
Homeখেলাধুলাচ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ রানে হেরে আবারও বিদায় নিল প্রোটিয়ারা। এই হারে আরও একবার নকআউট পর্বে ব্যর্থতার বৃত্তে আটকে গেল দক্ষিণ আফ্রিকা।

এই জয়ের ফলে ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। ফাইনালে দুই দলের মুখোমুখি লড়াই জমজমাট হবে বলেই মনে করা হচ্ছে।

বুধবার (৫ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং ভালো শুরু করেন। ২৩ বলে ২১ রান করে ইয়াং বিদায় নিলেও, রাচিন ও অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিং কিউইদের বড় সংগ্রহ এনে দেয়। রাচিন ৯৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এবং ১০৮ রান করে আউট হন। উইলিয়ামসনও ৯১ বলে সেঞ্চুরি করেন এবং ১০২ রান করে বিদায় নেন। শেষদিকে ড্যারিল মিচেল (৩৭ বলে ৪৯) ও গ্লেন ফিলিপসের (২৭ বলে অপরাজিত ৪৯) ঝড়ো ব্যাটিংয়ে ৩৬২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

জবাবে ৩৬৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। ২০ রানের মধ্যেই তারা হারায় প্রথম উইকেট। তবে অধিনায়ক টেম্বা বাভুমা (৫৬) ও রসি ভ্যান ডার ডাসেন (৬৯) মিলে ১০৫ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্থিতিশীল করেন। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা।

ডেভিড মিলার একাই লড়াই চালিয়ে যান। ইনিংসের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি এবং ৬৭ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। তবে তার এই দুর্দান্ত ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৫০ রানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য