37.1 C
Rangpur City
Monday, March 17, 2025
Google search engine
Homeখেলাধুলাচ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা

চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা

চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ারিং করবেন তিনি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ পরিচালনার জন্য ১৫ জন আম্পায়ারের নাম প্রকাশ করেছে আইসিসি। এর মধ্যে ১২ জন ফিল্ড আম্পায়ার এবং বাকি তিনজন ম্যাচরেফারির দায়িত্ব পালন করবেন।

তালিকার ১২ জন আম্পায়ার হলেন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রাইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।

আর ম্যাচরেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ড্রু পাইক্রফট। বুন গত আসরের ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন।

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত গত কয়েক বছরে আম্পায়ারিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। সবশেষ ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এরপরই বিপিএলে অংশ নিয়েছিলেন তিনি। বিপিএলে যোগ দিয়ে সর্বোচ্চ বেতনও পাচ্ছেন তিনি। দেশের আম্পায়ারদের নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানেও সবার থেকে এগিয়ে সৈকত।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য