33.6 C
Rangpur City
Saturday, April 19, 2025
Google search engine
Homeসারাদেশচীন বাংলাদেশে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল করবে

চীন বাংলাদেশে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল করবে

আজ রবিবার (১৩এপ্রিল)রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন- চীন বাংলাদেশে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল করবে। হাসপাতাল করার জন্য জমি খোঁজা হচ্ছে বলেও তিনি জানান।

উপদেষ্টা জানান, বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই হাসপাতাল করবে চীন।
নীলফামারীতে করার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।

সূত্র জানিয়েছে, বাংলাদেশে হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ করতে যাচ্ছে চীন। হাসপাতালের নাম ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ রাখার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের জন্য ঢাকা, চট্টগ্রাম ও উত্তরবঙ্গে জমি দেখা হচ্ছে।

জুলাই অভ্যুত্থানের সময় ৪৫০ জন তাদের একটি চোখ হারিয়েছেন এবং ২১ জন দুই চোখ হারিয়েছেন বলে জানিয়েছে অন্তর্ববর্তী সরকারের এই উপদেষ্টা।

জুলাই অভ্যুত্থানে আহত বাসেত খান মূসার চিকিৎসায় এখন পর্যন্ত সাড়ে ৬ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান উপদেষ্টা। অভ্যুত্থানে আহতরা আজীবন ফ্রি চিকিৎসাসহ স্বাস্থ্য কার্ড পাবেন বলেও জানান তিনি। (ডেস্ক নিউজ)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য