20.9 C
Rangpur City
Monday, December 23, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরচার হাত ও চার পা নিয়ে নবজাতক

চার হাত ও চার পা নিয়ে নবজাতক

ডেস্ক রিপোর্ট :
দিনাজপুর জেলার কাহারোল থানার  মকুন্দপুর গ্রামে  এক দিন মজুরের ঘরে জন্মগ্রহণ করলো চার হাত ও  চার পা নিয়ে এক শিশু ।  দিনমুজুর গোলাম রব্বানীর স্ত্রী রুনা লায়লা স্বাভাবিকভাবে এই  পুত্র সন্তান প্রসব করেন। এলাকাবাসীর মনে এ বিষয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা যায় । চিকিৎসকগণ বলেন  এ এক বিরল ঘটনা। ৪জুন শুক্রবার ভোরে  শিশুটি জন্মগ্রহণ করে।  বৃহস্পতিবার রাতে  এই দিনমজুর তার স্ত্রীকে দিনাজপুর বীরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। শুক্রবার ভোরে সেখানে তার ছেলে সন্তানের জন্ম হয়।দিনাজপুরের চিকিৎসকগণ  শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে যাওয়ার পরামর্শ দিলে শিশুটিকে  রংপুরে নিয়ে আসা হয়।  শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।চিকিৎসক শিশুটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।চিকিৎসকগণ বলেন,অপারেশনের মাধ্যমে নবজাতকের বাড়তি অঙ্গ অপসারণ করা সম্ভব। হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের বিশেষজ্ঞ চিকিৎসকগণ জানান,নবজাতকের পরীক্ষা  নিরীক্ষার রিপোর্ট এলে চিকিৎসার জন্য পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।শিশু সার্জারি ওয়ার্ডের প্রধান ডা. বাবলু কুমার সাহা বলেন, নবজাতকের এই অঙ্গগুলোকে প্যারাসাইট (পরগাছা জাতীয়) অঙ্গ বলে।অপারেশনের মাধ্যমে এগুলো অপসারণ করা সম্ভব।  পরগাছা অঙ্গগুলো দেহের কতটুকু গভীরে আছে  তা পরীক্ষার রিপোর্ট না এলে বোঝা যাবে না।  চিকিৎসক  আশাবাদী অপারেশনের মাধ্যমে বাড়তি অঙ্গগুলো কেটে ফেলা সম্ভব। খুব জটিল বিষয় না হলে রংপুরেই অপারেশন করা সম্ভব। নবজাতকের দিন মজুর বাবা গোলাম রব্বানী তার  সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চান।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য