খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র স্কুল জীবনে ছিলেন ক্রিকেটার। শুধু ক্রিকেট নয়, হকি, ব্যাডমিন্টন, ফুটবলও খেলেছেন তিনি।তাঁর অভিনেতা পরিচয়ের আড়ালে খেলোয়াড় পরিচয় চাপা পড়ে গেছে।
১৮ আগস্ট ছিল এই গুণী শিল্পীর জন্মদিন। ১৯৪১ সালের এই দিনে চাঁদপুরের নতুনবাজার গুয়াখোলায় মামাবাড়িতে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তাঁর পুরো নাম প্রবীর কুমার মিত্র।
চলতি বছরের ৫ জানুয়ারি তিনি মারা যান।
প্রায় ১০ বছর আগে ইউরো বিডিনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কুলজীবনের স্মৃতিচারণা করেছিলেন এই খ্যাতিমান অভিনেতা।
ঢাকার পোগোজ স্কুলে পড়াকালে প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন তিনি।
প্রবীর মিত্র বলেন- ‘আসলে সাংস্কৃতিক জগতে আমার আসার কথা ছিল না। আমি ছিলাম স্পোর্টসম্যান। ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন খেলতাম। সারা বছর মাঠে পড়ে থাকতাম।
সারা বছর খেলতাম। আমি ফার্স্ট ডিভিশনে ক্রিকেট খেলতাম, হকি ফার্স্ট ডিভিশনে খেলতাম। ফুটবলে সেকেন্ড ডিভিশনে খেলতাম। ফার্স্ট ডিভিশনে ওঠার পর বাসা থেকে খেলা বন্ধ করে দিল।’
তিনি পরে আর খেলা চালিয়ে যাননি। অভিনয়ে নিয়মিত হয়ে অভিনয়শিল্পী হিসেবে পেয়েছেন তারকা খ্যাতি । (বিনোদন ডেস্ক)