রংপুর জেলা প্রতিনিধি-
২৮ সেপ্টেম্বর,বুধবার দুপুরে রংপুর নগরীর বেতপট্টি ও কামারপাড়া এলাকায় প্রধান কার্যালয়ের নির্দেশনায় চিনি’র অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে বাজার তদারকি চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়।
এ সময় বেতপট্টি এলাকায় যথাক্রমে,”মেসার্স সোহরাব ভ্যারাইটি” এবং “মেসার্স বনিক ব্রাদার্স” নামে দু’টি পাইকারি প্রতিষ্ঠান কে চিনি ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সঠিক ভাবে প্রদান ও সংরক্ষণ না করার দায়ে ৪০০০ করে মোট ৮০০০ টাকা। এবং একই সাথে কামারপাড়ায় অবস্থিত মসজিদ মার্কেটের,”নিউ মনোরম ভ্যারাইটি” এবং “মেঘলা স্টোর” নামে দু’টি খুচরা মূল্যের প্রতিষ্ঠান কে মূল্য তালিকা সঠিক নিয়মে প্রদর্শন না করা এবং চিনি বিক্রির টাকা রশিদ ভোক্তাদের কাছে সরবরাহ না করার অপরাধে ১০০০ ও ১৫০০টাকা সহ ২৫০০ টাকা জরিমানা করেন উপ-পরিচালক মো:
জাহাঙ্গীর আলম এবং সহকারী পরিচালক জনাব মো:বোরহান উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাব রংপুরের প্রতিনিধি, মেট্রো পলিটন প্রেসক্লাবের প্রতিনিধি এবং অরপিএমপি এর রিজার্ভ ফোর্স।