27.2 C
Rangpur City
Friday, March 14, 2025
Google search engine
Homeখেলাধুলাক্রোয়েশিয়া ম্যাচে এমবাপ্পেকে ফিরিয়ে ফ্রান্সের স্কোয়াড ঘোষণা

ক্রোয়েশিয়া ম্যাচে এমবাপ্পেকে ফিরিয়ে ফ্রান্সের স্কোয়াড ঘোষণা

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের উয়েফা নেশন্স লিগে সবশেষ চার ম্যাচে খেলা হয়নি। ফ্রান্স কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে । এই ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরবেন কিলিয়ান এমবাপ্পে। দলকে নেতৃত্বও দিবেন তিনি।

শুক্রবার (১৪ মার্চ) ক্রোয়েশিয়া ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ফরাসি কোচ দিদিয়ের দেশম। গোলরক্ষক: মাইক মাইগনান, লুকাস শেভালিয়ার, ব্রাইস সাম্বা ডিফেন্ডার: জনাথন ক্লস, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো, বেঞ্জামিন পাভার্ড, থিও হার্নান্দেজ, লুকাস দিগনে মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিয়েন চুয়ামেনি, মাতেও গুয়েন্দুজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিওট, ওয়ারেন জাইরে-এমেরি ফরোয়ার্ড: ডিসিগে ডুয়ে, ব্রাডলি বারকোলা, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, কোলো মুয়ানি, মাইকেল অলিস, মার্কাস থুরাম।

জাতীয় দলের জার্সিতে সবশেষ বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিলেন এমবাপ্পে। সে ম্যাচে মাত্র ২৩ মিনিট খেলেন এই ফরাসি তারকা। এরপর টানা ৪ ম্যাচে স্কোয়াড রাখা হয়নি এর ফরোয়ার্ডকে। শারীরিক ও মানসিক সমস্যার কারণেই স্কোয়াডের বাইরে ছিলেন বলে জানান কোচ দিদিয়ের দেশম।

নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। মার্চের এই দুই লেগের ম্যাচে আর্মব্যান্ড পড়েই মাঠে নামবেন কিলিয়ান তাও নিশ্চিত করেছেন ফ্রেঞ্চ কোচ।

এদিকে ইনজুরিতে দলের বাইরে থাকা মাদ্রিদ মিডফিল্ডার চুয়ামেনিও ফিরেছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে। আছেন পিএসজির হয়ে এ মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা উসমান দেম্বেলে। এছাড়া স্কোয়াডে ডাক পেয়েছেন পিএসজির ১৯ বছর বয়সি ফরোয়ার্ড ডিসিগে ডুয়ে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য