17.6 C
Rangpur City
Tuesday, December 2, 2025
Google search engine
Homeখেলাধুলাক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন তামিম

ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন তামিম

বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে । পাঁচ ক্যাচ তালুবন্দি করে ইতিহাস গড়লেন টাইগার এই ক্রিকেটার।
ম্যাচে ফিল্ডিংয়ে আইরিশদের ইনিংসের একে একে পাঁচটি ক্যাচ তালুবন্দি করেন। গ‍্যারেথ ডেলানি, মার্ক অ‍্যাডায়ার, ম‍্যাথু হামফ্রিজ, জর্জ ডকরেল এবং বেন হোয়াইটের গুরুত্বপূর্ণ ক্যাচগুলো লুফে নেন তিনি। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে পাঁচটি ক্যাচ নেয়ার বিশ্ব রেকর্ড গড়লেন তামিম। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে আউটফিল্ডে পাঁচ ক্যাচ নেয়া তৃতীয় ক্রিকেটার হলেন তিনি। এর আগে সুইডেনের সেদিক সাহাক ও মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা এই রেকর্ডটি গড়েছিলেন।

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে দারুণ সূচনা পেলেও এরপরই পথ হারায় তারা। শেষমেশ ১৯ ওভার ৫ বলে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন স্টার্লিং।বাংলাদেশের হয়ে বোলারদের মধ্যে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান—উভয়েই তিনটি করে মূল্যবান উইকেট তুলে নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ফিল্ডিংয়ে বিশ্বরেকর্ড গড়া তানজিদ হাসান তামিম ব্যাট হাতেও ফিফটি হাঁকিয়েছেন। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৩৬ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৫৫ রান করে অপরাজিত থাকেন। এতে আয়ারল্যান্ডের দেয়া ১১৮ রানের টার্গেট মাত্র ১৩.৪ ওভারে টপকে যায় বাংলাদেশ। আর টাইগাররা সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

(স্পোর্টস ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য