26.8 C
Rangpur City
Sunday, July 27, 2025
Google search engine
Homeখেলাধুলাকোপা আমেরিকার সেমিতে খেলছে কোন্ কোন্ দল?

কোপা আমেরিকার সেমিতে খেলছে কোন্ কোন্ দল?

প্রথম তিন ম্যাচে জয় পেয়ে ব্রাজিল আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। মেয়েদের কোপা আমেরিকার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। । এবার চতুর্থ ম্যাচে অপরাজিত থেকে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে গেল তারা। ‘বি’ গ্রুপের রানারআপ হিসেবে কলম্বিয়াও সেমিফাইনাল নিশ্চিত করেছে

শনিবার (২৬ জুলাই) সকালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র ২৪ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। কলম্বিয়ার কাউন্টার অ্যাটাক ঠেকাতে গিয়ে বক্সের বাইরে এসে ভুল করে বল ধরেন গোলরক্ষক লোরেনা ডি সিলভা।

এরপর লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়েছে। বাকি সময় একজন কম নিয়েই লড়াই করতে হয় সেলেসাও মেয়েদের। তবে কলম্বিয়া এই সুযোগ কাজে লাগাতে না পারলে পয়েন্ট ভাগাভাগি করেই খেলা শেষ হয়।

এই ম্যাচের আগে টানা তিন ম্যাচ জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বি গ্রুপের টেবিলের শীর্ষে ব্রাজিল। ৪ ম্যাচে ২টি করে জয় ও ড্রতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে কলম্বিয়া।

অপরদিকে, ‘এ’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সবগুলোতেই জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ৪ ম্যাচে ২ জয় ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে উরুগুয়ে রানারআপ। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য