16.4 C
Rangpur City
Sunday, January 5, 2025
Google search engine
Homeবিভাগীয় খবরকিডনিজনিত রোগে মারা গেলেন বেরোবি'র শিক্ষার্থী

কিডনিজনিত রোগে মারা গেলেন বেরোবি’র শিক্ষার্থী

মো:রিদওয়ান নুর রহমান-

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আইভি আক্তার কিডনিজনিত রোগে আজ ২৬ আগস্ট (শনিবার) সকালে ৬টা ৫০ মিনিটে চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন নিহতের বিশ্ববিদ্যালয়ের সহপাঠী লাকি খাতুন।

পরিবারিক সূত্রে জানা যায়- প্রায় ১ বছর ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ইভা। তার দু’টি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। অর্থাভাবে মেডিকেলে ভর্তি করাতে না পারায় আইভি আক্তার লালমনিরহাটের পাটগ্রামে নিজ বাসা থেকেই মাঝে মাঝে রংপুরে এসে চিকিৎসা নিচ্ছেন। তার অনেক সহপাঠী ও জুনিয়ররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে চিকিৎসার জন্য খরচের জন্য হাত বাড়িয়ে ছিল। কিন্তু সেই সাহায্য কিডনি চিকিৎসা জন্য পর্যাপ্ত ছিল না।

স্বাভাবিকভাবে কিডনি জটিলতায় সপ্তাহে দুইদিন ডায়ালাইসিস করতে হলেও, তা একবার করে সপ্তাহের বাকিদিন করতে হত জীবন-মরণ যুদ্ধ। দীর্ঘ
দিন এই সংগ্রামের পর অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবারে নেমেছে শোকের ছায়া।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য