আলমগীর হুসাইন (কাউনিয়া) রংপুর
মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২য় পর্যায়ে কাউনিয়া উপজেলায় আরও ৪০০টি ভূমিহীন-গৃহহীন পরিবার জমিসহ ঘর পেল।রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। আজ সারাদেশে মোট ৫৩ হাজার ৩৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়।
রংপুরের কাউনিয়ায় মুজিববর্ষে উপহার ৪০০টি ঘরের চাবি ও জমির দলিল ভূমি ও গৃহহীনদের মাঝে হস্তান্তর উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা তারিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, শহীদবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান প্রমুখ। পরে অনুষ্ঠানের অথিতিবৃন্দরা গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।