দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ রয়েছে । গত ১ জুন থেকে শুরু হয়েছে এই ছুটি। আবার কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে ৩ জুন। আগামী কয়েক দিনের মধ্যে ছুটি শেষে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা রয়েছে।
এই ছুটির মধ্যেই বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ভ্যাভেরিয়েন্ট। শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা ও করোনার প্রকোপ থেকে বাঁচতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হতে পারে, এমন গুঞ্জন চলছে বিভিন্ন মহলে। তবে,এখনই শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়- আবারো করোনা প্রকোপ বৃদ্ধির কারণে এখনই শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধি করা হচ্ছে না। শুরুতে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষা কার্যক্রম চালু হবে। এরই মধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে নির্দেশনা জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি থেকে জানা গেছে, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ২৩ জুন। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শেষ হবে ১৯ জুন। রবিবার (১৫জুন)খুলেছে দেশের সব সরকারি-বেসরকারি কলেজ।
টানা ২৫ দিনের ছুটিতে আছে দেশের মাদরাসাগুলো। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে পুনরায় ক্লাস শুরু হবে আগামী ২৬ জুন থেকে । (শিক্ষা ডেস্ক)