26.6 C
Rangpur City
Saturday, January 17, 2026
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইল‘কই মিল গায়া’ সিনেমা'র অভিনেতা 'মিথিলেশ' আর নেই!

‘কই মিল গায়া’ সিনেমা’র অভিনেতা ‘মিথিলেশ’ আর নেই!

বলিউডের অভিনয়শিল্পী মিথিলেশ চতুর্বেদি ‘কই মিল গায়া’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে যিনি পরিচিতি পেয়েছিলেন তিনি মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কয়েক দিন আগে । ০৩ আগস্ট,২০২২,বুধবার সন্ধ্যায় লক্ষ্ণৌয়ে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। খবরএনডিটিভি)

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত হিট সিনেমা ‘কই মিল গায়া’ ছাড়াও ‘কৃশ’, ‘গদর’, ‘তাল’, ‘রেডি’, আশোকা’, ‘ফিজা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় কাজ করেন তিনি। অভিনেতা মিথিলেশ চতুর্বেদি ‘(৬৪) কাজের মধ্যে ডুবে থাকতেই পছন্দ করতেন।এক সময় টেলিভিশনের পর্দাতেও নিয়মিত কাজ করেছেন।

শোকের ছায়া নেমেছে বলিউডে তাঁর মৃত্যুতে। শোক প্রকাশ করেছেন পরিচালক হনশল মেহেতা থেকে শুরু করে অভিনয় জগতের সঙ্গে যুক্ত বহু মানুষ মিথিলেশ চতুর্বেদি’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

‘তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল ‘পাটেয়ালা বেবস’-এ। ‘স্ক্যাম ১৯৯২’-তে রাম জেঠমালানির চরিত্রে দর্শক তাঁকে অভিনয় করতে দেখেছেন ।
এই অভিনেতাকে শেষবার দেখা গেছে অমিতাভ-
আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’ ছবিতে।তিনি সম্প্রতি
পা রেখেছিলেন ওটিটির দুনিয়াতেও।

(collected)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য