20.8 C
Rangpur City
Monday, November 3, 2025
Google search engine
Homeখেলাধুলাএশিয়া কাপে কোন দল সুপার ফোরের দৌড়ে এগিয়ে

এশিয়া কাপে কোন দল সুপার ফোরের দৌড়ে এগিয়ে

এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতের মাটিতে গত ৯ সেপ্টেম্বর শুরু হয়েছে, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আট জাতির টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টে গ্রুপ পর্বে এরই মধ্যে বেশিরভাগ দল দুটি করে ম্যাচ খেলে ফেলেছে।

গ্রুপ ‘এ’ থেকে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় ভারত। এরই মধ্যে দুই ম্যাচের দুটিতেই দাপুটে জয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে সূযকুমার যাদবের দল। এ ছাড়া দুই ম্যাচে এক জয় ও এক হারে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে পাকিস্তান।

গ্রুপের অন্য দুই দল ওমান ও সংযুক্ত আরব আমিরাত একটি করে ম্যাচ খেললেও এখনো জয়ের খাতা খুলতে পারেনি। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে দুই দল। তবুও কোনো অঘটন না ঘটলে ভারতের পাশাপাশি সুপার ফোরে যেতে পারে পাকিস্তান।

এদিকে, গ্রুপ অব ডেথ খ্যাত গ্রুপ ‘বি’ এরই মধ্যে জমে উঠেছে। দুটি করে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ ও হংকং। এর মধ্যে বাংলাদেশ একটি ম্যাচে জয় পেলেও হংকং এখনো জয়ের দেখা পায়নি। এ ছাড়া নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সুপার ফোরের দৌড়েও এগিয়ে এই দুই দল।

নিজেদের সর্বশেষ ম্যাচে লঙ্কানদের কাছে হেরে সুপার ফোরের সমীকরণ কিছুটা কঠিন হয়ে গেছে টিম টাইগার্সের জন্য। কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচে মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। সেই ম্যাচে হারলেই বিদায় নিবে দল, আর জিতলে চোখ থাকবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচে। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য