সাজেদুল করিম
২০জুলাই,২০২১ মঙ্গলবার ঈদুল আযহা উপলক্ষে রংপুর লালবাগ গরুর হাটে শেষ দিনে ক্রেতা ও বিক্রেতার বিপুল ভিড়। গরুর হাট পরিদর্শন করে দেখা গেল কোন বিক্রেতা গরু নিয়ে দাঁড়িয়ে আছে আবার বিক্রেতা সারি করে ছোট,বড় ও মাঝারি সাইজের গরু বেঁধে রেখেছেন বাঁশের খুঁটিতে । ক্রেতা গরু ক্রয় করার জন্য একের পর এক গরু দরদাম করে যাচ্ছে । বিক্রেতার চোখও ক্রেতাকে ঘিরে। গরু হাটের পাশেই ছাগলের হাট, সেখানেও ক্রেতা ও বিক্রেতার ভিড় লক্ষ্য করা যায়। দরদাম বনলেই ক্রেতা খুশি মনে ক্রয় করছে গরু-ছাগল।
হাটে যেমন গৃহস্থকে গরু-ছাগল বিক্রয় করতে দেখা যায় তেমনি কিছু ব্যবসায়ীকেও গৃহস্থের কাছ থেকে গরু-ছাগল ক্রয় করে বিক্রয় করতে লক্ষ্য করা যায়। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি কঠোর বিধি-নিষেধ শিথিল হওয়ায় সারাদেশে হাটে গরু-ছাগল ক্রয়-বিক্রয় হয়।
মঙ্গলবার ছিল ঈদুল আযহার আগের দিন। কোরবানী উপলক্ষে যারা গরু-ছাগল ক্রয় করতে পারেনি সেইসব ক্রেতার ভিড় লক্ষ্য করা যায় রংপুর লালবাগ গরুর হাটে। লালবাগ গরুর হাটে গত রবিবার নিয়ম অনুযায়ী সাপ্তাহিক হাট বসলেও তুলনামূলভাবে আজও হাটে বেশ ভিড় ছিল । সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাট ছিল জমজমাট। বিকেল ৫টার পর থেকে ক্রেতার ভিড় কমতে থাকে। হাটের শেষ দিনেও গরু-ছাগলের দাম ছিল আগের তুলনায় একটু বেশি। দুপুরে হাটে বড় গরুর সর্বোচ্চ মূল্য ছিল ১লক্ষ ৩০ হাজার। পরে ২লক্ষ টাকা মূল্যের গরুও দেখা যায়। হাটে দেশী,শাহীবল ফ্রিজিয়ান এ রকম বিভিন্ন জাতের গরুর দেখা মিলে। রংপুরের বিভিন্ন স্থান থেকে বিক্রেতা লালবাগ হাটে গরু-ছাগল নিয়ে আসেন ও ক্রেতাও বিভিন্ন এলাকা থেকে এসে হাটে তাদের পছন্দ অনুযায়ী গরু-ছাগল ক্রয় করেন।