সাজেদুল করিম
২৩জুলাই,শুক্রবার সকাল ৬টা থেকে শুরু করে ৫আগস্ট রাত ১২টা পর্যন্ত মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারী কঠোর বিধি-নিষেধ থাকায় ২২জুলাই,বৃহস্পতিবারেই রংপুর ত্যাগ করছেন কর্মজীবীরা। যারা রংপুরে পরিবারের সাথে ঈদ করতে এসেছিলেন, তারা ঈদের দ্বিতীয় দিনেই গণপরিবহণে কর্মস্থলমুখী। বৃহস্পতিবার গণ পরিবহণ চলাচলের শেষদিন।
ঈদের দ্বিতীয় দিনে রংপুর ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে ঢাকা,চট্টগ্রাম,কক্সবাজার মুখী যাত্রীদের কাছে জানা যায় – কঠোর বিধি-নিষেধে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জরুরী প্রয়োজনে অনেক প্রতিষ্ঠান খোলা থাকার সম্ভাবনা রয়েছে ও কঠোর বিধি-নিষেধ শেষ হওয়ার পরে তারা দ্রুত নিজ কর্মস্থলে পৌঁছাতে পারবেন না,তাই আগেই ছুটছেন গন্তব্য স্থানে।
এই সকল যাত্রীদের মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরীজীবী। রংপুর ঢাকা বাস স্ট্যান্ডের কাউন্টারের লোকজন বলেন, আজ শুধু না গতকাল রাতেও যাত্রীসহ কিছু বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঈদের দ্বিতীয় দিনে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৭টা থেকে শুরু করে রাত ১০টা ৩০মিনিট পর্যন্ত চলবে দূর পাল্লার বাস। এগুলোর মধ্যে রয়েছে এসআর,নাবিল,শ্যামলী,এনা,হানিফ,
আগমনী,সৌদিয়া বিভিন্ন নামের গণপরিবহণ।