16.4 C
Rangpur City
Sunday, January 5, 2025
Google search engine
Homeখেলাধুলাআর্জেন্টিনার বিশ্বরেকর্ড টি-টোয়েন্টিতে ৪২৭ রান করে

আর্জেন্টিনার বিশ্বরেকর্ড টি-টোয়েন্টিতে ৪২৭ রান করে

স্পোর্টস ডেস্ক –

টি-টোয়েন্টি ক্রিকেটে যে বিশ্ব রেকর্ড গড়ে সাড়া ফেলে দিয়েছে ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নরা। পুরুষ কিংবা নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড নেই আর একটিও। নেই আর্জেন্টিনার মতো এক ইনিংসে ৪২৭ রান করার নজিরও।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪২৭ রান নিয়ে বিশ্বরেকর্ড করেছে আর্জেন্টিনা জাতীয় নারী ক্রিকেট দল। শুক্রবার চিলির বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচে এক উইকেট হারিয়ে পাহাড়সম এ সংগ্রহ দাঁড় করায় তারা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড।

গত বছরের মার্চে সৌদি আরবের মেয়েদের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রান করেছিল বাহরাইন। দেড় বছরের মাথায় সেই রেকর্ড ভেঙে দিল আর্জেন্টিনা। পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩১৪ রান রয়েছে নেপালের।

রেকর্ডের এখানেই শেষ নয়। আর্জেন্টিনার পাহাড়সম সংগ্রহ তাড়া করতে নেমে মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায় চিলি। তারা হেরেছে ৩২৭ রানে। রানের হিসেবে যা টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় জয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালান আর্জেন্টিনার দুই ওপেনার লুসিয়া টেলর ও আলবার্তিনা গালান।

উদ্বোধনী জুটিতে ৩৫০ রান যোগ করেন তারা, যেটাও বিশ্বরেকর্ড। ৮৪ বলে ২৭ চারে ১৬৯ রানে আউট হন লুসিয়া টেলর। নারী টি-টোয়েন্টির ইতিহাসে যা ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। আরেক ওপেনার আলবার্তিনা গ্যালনের ব্যাট থেকে ৮৪ বলে আসে ১৪৫ রান। তার ইনিংসে ছিল ২৩ চারের মার। মারিয়া কাস্তিনেইরাস ১৬ বলে করেন ৪০ রান। পুরো ২০ ওভারে একটি উইকেটই হারায় আর্জেন্টিনা।

বিশাল লক্ষ্য ছুড়ে দিয়ে আর্জেন্টিনা জয় পেয়েছে ৩৬৪ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে ৬৩ রানে শেষ হয় চিলির ইনিংস। চিলির ৮ ব্যাটার শূন্য রানে আউট হন। কেবল জেসিকা মিরান্দা করেন ২৭ রান। বাকিদের মধ্যে ফ্রান্সেস্কা ময়া ৫, ক্যামিলা ভাল্দেস ও এস্পেরেঞ্জা রুবিও এক রান করে তুলেন। চিলির চারজন ব্যাটার রানআউট হন, রিটায়ার্ড হার্ট হন একজন।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য