31.7 C
Rangpur City
Saturday, March 15, 2025
Google search engine
Homeআবহাওয়া‘আরেকটি যুদ্ধজয়, চলো এগিয়ে যাই’,ম্যাচ জিতে রোনালদোর স্ট্যাটাস

‘আরেকটি যুদ্ধজয়, চলো এগিয়ে যাই’,ম্যাচ জিতে রোনালদোর স্ট্যাটাস

শুক্রবার (১৪ মার্চ) রাতে আল খুলুদের বিপক্ষে আল নাসরে জয় পায় ৩-১ গোলে। ম্যাচ জিতে আল নাসরকে প্রো লিগ পয়েন্ট টেবিলের তিনে তুলে এক্সে রোনালদোর পোস্ট, ‘আরেকটি যুদ্ধজয়। চলো এগিয়ে যাই।’ ক্রিস্টিয়ানো রোনালদো চল্লিশ বছর বয়সেও জাতীয় দলে নিয়মিত খেলছেন,পালন করছেন অধিনায়কের দায়িত্বও। আল নাসরের সর্বশেষ তিন ম্যাচেই করেছেন গোল।

তবে এই যুদ্ধজয়ে রোনালদো খুশি হলেও সম্ভবত খুব একটা সন্তুষ্ট হতে পারেননি। সেখানেও অন্য রকম এক যুদ্ধজয়ের সুযোগ না পাওয়াটা কারণ। ম্যাচে ৪ মিনিটে গোল করা রোনালদোকে ৬০ মিনিটে তুলে নেন আল নাসরের ইতালিয়ান কোচ স্তেফান পিওলি। সিদ্ধান্তটি রোনালদো মেনে নিতে পারেননি। কারণটা সহজেই অনুমেয়, ৯০ মিনিটের এ ‘যুদ্ধে’ পুরো সময় মাঠে থেকে আরও গোল পেতে চেয়েছিলেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯২৮ গোল হয়ে গেছে রোনালদোর। ১০০০ গোলের জগতে পা রাখতে চাই আর ৭২ গোল।

রোনালদো পুরো সময় খেলার যোগ না পাওয়ায় মাঠ ছাড়ার সময় শরীরী ভাষায় অসন্তুষ্টিটা বুঝিয়ে দিয়েছেন। টাচলাইন পেরিয়ে কোচকে বিড়বিড় করে কিছু একটা বলে রোনালদো আর ডাগআউটে বসেননি। টানেল দিয়ে সরাসরি চলে যান ড্রেসিংরুমে।

অবশ্য কোচ পিওলিই–বা কী করবেন, তার ডিফেন্ডার নাওয়াফ বোশাল ৫৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনে পরিণত হয় আল নাসর। ততক্ষণে পিওলির দল ৩-০ গোলে এগিয়ে। অতিরিক্ত ঝুঁকি না নিতে আক্রমণভাগ থেকে রোনালদোকে তুলে তিনি উইঙ্গার আইমান ইয়াহায়াকে মাঠে নামান। শুধু গোল করা নয়, একজন খেলোয়াড় কমে যাওয়ায় পিওলিকে তো গোল ঠেকানো নিয়েও ভাবতে হবে। আইমান উইঙ্গার হলেও দুটো কাজেই বেশ ভালো।

আল নাসরের হয়ে রোনালদোর পর গোল করেছেন সাদিও মানে ও জন ডুরান। আল খুলুদের ৭২ মিনিটের গোলও অবশ্য আল নাসরেরই, আলি লাজামির আত্মঘাতী গোল! (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য