31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeবিভাগীয় খবরআবারো চালান বিহীন চিনির ছড়াছড়ি৷

আবারো চালান বিহীন চিনির ছড়াছড়ি৷

জেলা প্রতিনিধি ৷

গোডাউনে প্রচুর পরিমানে চিনির মজুদ,সাথে রয়েছে আয়োডিন বিহিন লবনও ৷ ট্রাকে করে নতুন মাল আসছে, বেরিয়ে যাচ্ছে রিক্সা ভ্যনে ৷ কিন্তু মজার বিষয় হচ্ছে সেখানে পাওয়া গেলোনা কোন স্টক রেজিস্টার,ক্রয় এবং বিক্রয়ের পূর্ণাঙ্গ রশিদ ৷ এমনকি চিনি বা লবন সংরক্ষনেও নেই কোন পাটাতন ৷ নিচের দিকে চাপা পড়ে যাওয়া বস্তায় রাখা মজুদ চিনি ও লবনের বিশুদ্ধতা নষ্টের পথে ৷

এমনই অনিয়ম,অরাজকতা আর খাদ্য পণ্য সংরক্ষনের যারপর নাই অনিহা প্রকাশ পেল, আরপিএমপি মাহিগঞ্জ থানার এক হাজার গজের মধ্য অবস্থিত,”শাহী ভান্ডার”নামক আরতে ৷

৪ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার বেলা বারোটায় রংপুর নগরীতে অবস্থিত বিভিন্ন তেল ও চিনির আরতে তদারকি চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের রংপুর বিভাগীয় কারযালয় ৷ এতে নেতৃত্ব দেন ওই দপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ আরিফ মিয়া ৷ এ সময় রংপুর বিভাগীয় CAB এর প্রতিনিধীর উপস্থিতিতে নানা অনিয়মে ভরা আরত টিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড রোরোপ ও আদায় করা হয় ৷

তদারকি চলাকালীন সেখানে সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন ৷ তাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে, তিনি তার অক্ষমতা প্রকাশ করেন ৷ তিনি বলেন যে, সংশ্লিষ্ট বিষয়ে তিনি সহ সংশ্লিষ্ট আরত ব্যবসায়ীদের সব জানা থাকলেও দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানগুলো পারস্পরিক ব্যবসার কারণে দায়ী প্রতিষ্ঠান নাম প্রকাশে অনিচ্ছুক ৷তবে জাতীয় প্রয়োজনে গোপনে তথ্য সরবরাহ করতে তারা রাজি আছেন ৷

পরে আরপিএমপি তাজহাট থানাধীন মীরগঞ্জ বাজারে তদারকি চলাকালীন বিসিআইসি অনুমোদিত সার ডিলার “মেসার্স মানিক ফার্টিলাইজার” কে গোডাউনে মজুদকৃত সার পাটাতন বিহীন অবস্থায় সংরক্ষণ করতে দেখা যায় ৷ ফলে সরাসরি মাটির সংস্পর্শে এসে অধিকাংশ মজুদকৃত সার প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থায় পাওয়া গেলে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫০০ টাকা নগদ অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয় ৷ তদারকি শেষ সহকারি পরিচালক CAB রংপুরের প্রতিনিধিকে সাথে নিয়ে বাজার গুলিতে ভোক্তা অধিকার আইন ২০০৯ ও ভোক্তা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং ও হ্যান্ডবিল,লিফলেট বিতরণ করেন ৷

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য