32.3 C
Rangpur City
Friday, July 18, 2025
Google search engine
Homeখেলাধুলাআইসিসি জানালো,চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কোন্ পিচে?

আইসিসি জানালো,চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কোন্ পিচে?

গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচে যে পিচ ব্যবহার হয়েছিল, ফাইনালেও সেটাই ব্যবহার করা হবে। জানিয়ে দিল আইসিসি। দুবাইয়ের ওই পিচে পাক দলকে অনায়াসে হারিয়েছে ভারত। পিচটির গতিবিধিও বেশ ভালোরকম জানা টিম ইন্ডিয়ার।

আইসিসি সূত্র বলছে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ১০টি পিচ আছে। এর মধ্যে চারটি পিচ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাছা হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে এই পিচগুলিতে আগে থেকেই আইএল টি-টোয়েন্টির খেলা বন্ধ রাখা হয়। এবার যে চারটি পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলার কথা ছিল, ভারতের চারটি ম্যাচ সেই চারটি পিচেই হয়েছে। ফলে ফাইনালের জন্য আগে ব্যবহৃত ব্যবহার ছাড়া উপায় ছিল না।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ গ্রুপ পর্বের ম্যাচ এবং সেমিফাইনাল ভারত খেলেছে ফাইনালের মাত্র এক সপ্তাহ এবং পাঁচদিন আগে। তাই ওই পিচগুলিকে ফাইনালের জন্য প্রস্তুত করার পর্যাপ্ত সময় পাওয়া যেত না। বাকি বিকল্প ছিল ভারত-বাংলাদেশ এবং ভারত-পাকিস্তান ম্যাচের পিচ। দুটি পিচের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের পিচকেই ফাইনালের জন্য শ্রেয় বলে মনে করছে আইসিসি। সেকারণেই ওই পিচটি বাছা হয়েছে। আইসিসির এক কর্তা বলেছেন, ‘‘ফাইনালের পিচ এক দম নতুন নয়। তবে ১৪ দিন সময় পাওয়া গিয়েছে। এই সময়ের মধ্যে পিচে নতুন করে গড়ে তোলার জন্য যথেষ্ট।”
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য